উপরে আমরা একটা নরমাল ডিস্ট্রিবিউশন তৈরি করেছি যার ডাটাসেট হচ্ছে কিছু লোকের মাসিক ইনকাম। এর সেন্টার মান ঠিক করে দিয়েছি 27000, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলে দিয়েছি 15000 এবং মোট 10000 -টি ডাটা পয়েন্ট তৈরি করতে বলেছি। এই রেন্ডোম ডাটা সেটের mean তথা গড় মান বের করতে আমরা numpy এর mean ফাংশন কল করেছি এবং এর ভ্যালু এসেছে ঠিক 27000 এর মতই।